,
শিরোনাম:
টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কালের সাক্ষী আখাউড়ার খড়মপুরের ১১’শ বছরের পুরোনো মসজিদ সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতীকরণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগিরক পার্টির বিক্ষোভ মিছিল আশুগঞ্জে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন ব্রাহ্মণবাড়িয়ায় পিএফজি’র উদ্যোগে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা বৈষম্যবিরোধী ৩ ছাত্র প্রতিনিধিকে মাইক্রোচালকদের মারধর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আশুগঞ্জে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন

WhatsApp Image 2025 03 20 at 19.59.06 37a797e0 jpg

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর নির্ধারণ করে দেয়া সীমানার বাইরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে কেপিআইভুক্ত একাধিক প্রতিষ্ঠান ঝুঁকিতে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। যে কোনো সময় গভীরতা সৃষ্টি হয়ে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জেলা ও উপজেলার ছাত্রদল, বিএনপির একাধিক নেতা-কর্মীদের অংশীদার করে মেঘনা থেকে বালু উত্তোলন করছেন।
গত ২৩ ফেব্রুয়ারী জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর নুসরাত জাবীন স্বাক্ষরিত চিঠি সূত্রে জানা গেছে, আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের (এএফসিএল) মেঘনা নদীর ওয়াটার ইনটেক ও ডেসপাচের জেটি এলাকায় চর জেগে উঠেছে। গত বছরের ১৭ এপ্রিল অনুষ্ঠিত জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় সেখান থেকে হাইড্রোগ্রাফিক জরিপ অনুযায়ী বালু উত্তোলনের সিদ্ধান্ত হয়। ঢাকা-সিলেট করিডোর (ছয়লেন) মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নয়নমূলক কাজের জন্য বিপুল পরিমান বালু চাহিদা রয়েছে। গত বছরের ১৫ অক্টোবর এএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক এএফসিএলের সামনে ওয়াটার ইনটেক ও ডেসপাচ জেটি এলাকায় মেঘনা নদীতে হাইড্রোগ্রাফিক জরিপ অনুযায়ী বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে ঢাকা-সিলেট করিডোর মহাসড়ক উন্নয়ন প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস কামাল ইন্টারন্যাশনালকে অনুমতি দেয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস কামাল ইন্টারন্যাশনালের পক্ষে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের কাজ করছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা ও উপজেলা ছাত্রদল এবং বিএনপির নেতা-কর্মীরা।
স্থানীয় লোকজন জানান, মেঘনা নদীতে লাল নিশানা টানিয়ে সীমানাও নির্ধারণ করা হয়েছে। কিন্তু বালু খেকুরা নির্ধারিত সীমানার বাইরে গিয়ে মেঘনা নদীর মাঝখান থেকে ৯-১০টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। মেঘনার নদীর তীর ঘেঁষে আশুগঞ্জ অংশে এএফসিএল, মিডল্যান্ড ইস্ট পাওয়ার লিমিটেড ও মিডল্যান্ড পাওয়ার কোম্পানি লিমিটেড নামে বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস ট্রান্সমিউশন কোম্পানি লিমিটেড, কিশোরগঞ্জের ভৈরব বাজার অংশে সরকারি প্রতিষ্ঠান বিএডিসির সার গুদাম ও যমুনা অয়েল কোম্পানির ডিপো অবস্থিত। অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর গতি পরিবর্তন হয়ে যে কোনো সময় সরকারিসহ কেপিআইভুক্ত এই প্রতিষ্ঠানগুলো হুমকিতে পড়ার শঙ্কা রয়েছে।
সরেজমিনে অবস্থান করে দেখা গেছে, নদীর মাঝখান থেকে ৯-১০টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে দেখা গেছে। বালু উত্তোলনের চক্রের লোকজন সার্বক্ষণিক বালু উত্তোলন কাজ পাহাড়া দিচ্ছেন। ছবি তুলতে গেলেই তারা স্পীডবোটে তাড়া করেন।
ভৈরব বাজার যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ডিপোর ইনচার্জ মতিউর রহমান ও বিএডিসির সার গুদামের সহকারী পরিচালক শিপন চন্দ্র সরকার সাংবাদিকদের জানান, অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের ফলে আমাদের দুটি প্রতিষ্ঠান সব সময় ঝুঁকিতে থাকবে।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, নির্ধারিত সীমানা থেকে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনের সময় মানুষ নানা কথা বলে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ বলেন, কাজ বন্ধ রাখার জন্য তাদেরকে বলা হয়েছে। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, তাদেরকে ডেকে নির্ধারিত সীমানা থেকে বালু তোলার নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে অভিযান চালিয়ে তাদের ড্রেজার জব্দ করা হবে।

শেয়ার করুন

Sorry, no post hare.