খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় ডেভিল হান্টের অভিযানে জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
গত মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুদ্দিন চৌধুরী শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের ধন মিয়ার চৌধুরীর ছেলে। মঙ্গলবার রাতে তাকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
পুলিশ জানায় গ্রেপ্তারকৃত সাইফুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, ঢাকার যাত্রাবাড়ী ও পল্টন থানায় হত্যাসহ বিস্ফোরক আইনে ৭টি মামলা রয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে আশুগঞ্জ থানা পুলিশ ও র্যাবের একটি টিম জেলা শহরের পশ্চিম মেড্ডা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, ঢাকার যাত্রাবাড়ী ও পল্টন থানায় হত্যাসহ বিস্ফোরক আইনে ৭টি মামলা রয়েছে।
এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৩টি, আশুগঞ্জ থানায় ২টি এবং ঢাকায় ২টিমামলা রয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শেয়ার করুন