খবর সারাদিন রিপোর্টঃ
শোক সংবাদ
দৈনিক যায়যায়দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা প্রতিনিধি ও নবীনগর প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে এবং ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
পারিবারিক সূত্র জানায়, তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ৮ মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রোববার বাদ আছর নামাজে জানাজা শেষে তার নিজ জন্মস্থান নবীনগর উপজেলার আহাম্মদপুর গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এদিকে সাংবাদিক মোঃ গোলাম মোস্তফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। এক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।