,
শিরোনাম:
ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় দিনভর বিক্ষোভ মিছিল-সমাবেশ যায়যায়দিনের নবীনগর প্রতিনিধি গোলাম মোস্তফার ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়া তিয়ানশি ডিস্ট্রিবিউটরদের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ৩৫৪ বোতল বিদেশী মদসহ ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জন গ্রেপ্তার কসবায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে / ২৫ জন আহত ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে উপচেপড়া ভীড় টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কালের সাক্ষী আখাউড়ার খড়মপুরের ১১’শ বছরের পুরোনো মসজিদ

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় দিনভর বিক্ষোভ মিছিল-সমাবেশ

WhatsApp Image 2025 04 07 at 16.49.35 e616e0a0 jpg

খবর সারাদিন রিপোর্টঃ ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সোমবার ব্রাহ্মণবাড়িয়া জুড়ে দিনভর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকেল নাগাদ জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে গণহত্যার ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি করা হয়।
তৌহিদী জনতা ও সাধারণ ছাত্রদের ব্যানারে, আহলে সুন্নাতুয়াল জামায়াতের (যুব সুন্নী সংগঠন), হেফাজতে ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউট, ব্রাহ্মণবাড়িয়া ইসলামী আন্দোলনসহ নানা পেশাজীবী ও সামাজিক সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সকালে তৌহিদী জনতা ও সাধারন ছাত্রদের ব্যানারে লোকনাথ উদ্যান (টেংকের পাড়) থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কাউতলীতে গিয়ে শেষ হয়। জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দান থেকে আহলে সুন্নাতুয়াল জামায়াতের (যুব সুন্নী সংগঠন) উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাদ যোহর হেফাজতে ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুধু মুসলমানদের জন্য কর্তব্য নয়, এটি সমগ্র মানবজাতির কর্তব্য। ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যে গণহত্যা চালাচ্ছে এটি মানবতা বিরোধী কাজ। যারা মানবতার দাবিদার, সেই সমস্ত মানবদের জন্য হত্যাযজ্ঞের প্রতিবাদ জানানো জরুরী। মুসলিম অমুসলিম সকলকেই সোচ্চার হতে হবে।
তিনি বলেন, আল্লাহতায়ালা বলেছেন ইহুদীরা মুসলিমদের প্রধান শত্রু । ইহুদিরা ইসলামের শুরু থেকেই মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। অবিলম্বে বিচার হওয়ার দরকার। এমন একদিন আসবে ইসরাইলের কোন চিহ্ন পৃথিবীর বুকে থাকবে না। তাই আমাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যেতে হবে। এছাড়া ইসরায়েলের যে সকল পণ্য রয়েছে সেসব বর্জন করা অতি জরুরী। ইসরাইলের কোন পণ্যই আমরা কিনব না। কোন কাফেরি শক্তি ইহুদিবাদ যদি মুসলিম রাষ্ট্র দখল করার চেষ্টা করে তখন মুসলমানদের জিহাদ করা ফরজ হয়ে যায়। যদি সুযোগ হয় ফিলিস্তিনি গিয়ে আমরা জিহাদ করব। এ সময় হেফাজত ইসলামের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Sorry, no post hare.