,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন

IMG 20190912 000052

মোজাম্মেল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : জিটিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি জহির রায়হানের মুক্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়নে চেয়ারম্যান জিল্লর রহমান। এতে বক্তব্য রাখেন বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার, বাইশমৌজা বাজার কমিটির সভাপতি হাজি আরিজ মিয়া, বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাজি ধন মিয়া, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অলি আহমেদ, জহির রায়হানের ছোট ভাই মাজহারুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্ধনে তাকে খুনের মামলায় জড়ানো হয়েছে। এর পেছনে কলকাঠি নাড়ছে বীরগাঁওয়ের চেয়ারম্যান কবির হোসেন। এই দাঙ্গাবাজ চেয়ারম্যানকে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি থেকে তিনমাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। যেখানে হত্যাকা- হয় তা জহিরের বাড়ির পাশের ইউনিয়ন। তাকে পরিকল্পিতভাবে আসামি করা হয়েছে। এই মামলা থেকে জহির রায়হানকে অব্যাহতি প্রদান করে মুক্তি দেওয়া হোক। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের জোড়া খুনের মামলায় গত ৬ সেপ্টেম্বর শহরের কাউতলি এলাকা থেকে জহির রায়হানকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল। তিনি ওই মামলার ৯৩ নম্বর আসামি।

শেয়ার করুন

Sorry, no post hare.