খবর সারাদিন রিপোর্ট : আওয়ামীলীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে শুদ্ধি অভিযানের পাশাপাশি দলের ত্যাগি নেতা-কর্মীদের মুল্যায়নের উদ্যোগ গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায় পরীক্ষিত নেতা-কর্মী মুল্যায়ন করে ঢাকা মহানগর দক্ষিনের রামপুরা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ ও ঢাকা দক্ষিণ মহানগরের মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয় সম্পাদক পান্থ দে কে সভাপতি করে ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
রবিবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ স্বাক্ষরিত এ নতুন কমিটি ঘোষণা হয়।
এদিকে পান্থ দে কে সভাপতি করায় তৃণমূল নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। জানা যায় দীর্ঘ ১০ বৎসর যাবত তৃণমূল কর্মী হিসেবে কাজ করেছেন পান্থ দে। স্কুলজীবনেই রাজনৈতিক হাতেখড়ি পান্থ দে। তিনি স্কুল জীবন থেকেই ছাত্রলীগের সাথে জড়িত। কলেজের ছাত্র থাকাকালীন সমশ ছাত্রলীগের কর্মী হিসেবে কাজ করেছেন।
নব নির্বাচিত সভাপতি পান্থ দে বলেন, বিগতদিনে জামাত বিএনপি অধ্যুর্ষিত এলাকা রামপুরা থানায় জ্বালাও পোড়াও আন্দোলনে দমনে রাজপথে সক্রিয় ছিলাম। ইনশাআল্লাহ আগামি দিনে নৌকায় বিজয় অক্ষুন্নত রাখতে থানা আওতাধীন কমিটিগুলো আরো শক্তিশালী করবো।
তিনি আরো বলেন, আমাকে সভাপতি বানিয়ে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বি যেন সঠিকভাবে পালন করতে পারি। সকলের সহযোগিতায় রামপুরা থানা ছাএলীগ কে এগিয়ে নিতে চায়। এবং সকলের কাছে আমি কৃতজ্ঞ ।
উল্লেখ্য পান্থ দে আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এস এস সি, রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচ এস সি পাশ করে। সে এখন এনএসইউর ছাএ। তার খালু মুকুল ভোস সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, চাচা মুক্তিযোদ্ধা,সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, ফুফা অতিরিক্ত পুলিশ সুপার সুনামগঞ্জ, বাবা বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিভোর চন্দ্র দে।