খবর সারাদিন রিপোর্ট : করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১৬ টি ওয়ার্ডে ২০ টি হাত ধোঁয়ার বেসিন স্থাপন করা হবে। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে শহরজুড়ে ৮ টি হাত ধোঁয়ার বেসিন স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে টি,এ রোডে বেসিন স্থাপন কর্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির। এ সময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়ে বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংকিত হবার কিছু নেই। সরকারের নির্দেশনা মেনে সকলকে সচতেন ভূমিকা পালন করতে হবে। এছাড়াও তিনি শহরে ঘুরা ফেরা করা জনসাধারণকে পরিচ্ছন্ন থাকতে বেসিনগুলো ব্যবহারের জন্য আহ্বান জানান। বেসিন কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, পৌরসভা সচিব মোঃ শামসুদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধক্ষ্য নজরুল ইসলাম শাহজাদা, পৌরসভার সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপসহকারী প্রকৌশলী সুমন দত্তসহ স্থানীয় সূধীজন।
শেয়ার করুন