খবর সারাদিন রিপোর্ট : করোনা ভাইরাস মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রস্তুত রাখা আইসোলেশন সেন্টার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান। শনিবার দুপুরে পরিদর্শন কালে তিনি সাংবাদিকদের জানান কোয়ারেন্টাইন না মানায় এখন পর্যন্ত ২৫ জন প্রবাসীকে ৪ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলায় ২৬৬০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ১৪ দিনের মেয়াদ পার হওয়ায় ১৫৩৪ জনকে হোমকায়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়। বর্তমানে ১১২৬ জন প্রবাসীকে হোমকায়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। প্রশাসনসহ সংশ্লিষ্টরা সম্মিলিভাবে করোনা প্রতিরোধে কাজ করছে। পরিদর্শন কালে তার সাথে ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহসহ সদর হাসপাতালের কর্তৃপক্ষ।
শেয়ার করুন