ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ক্রান্তিলগ্নে দেশ চলছে। মুসলামানদের উপরে বিশ্ব জুড়ে বিপদ নেমে এসেছে বলে মন্তব্য করেছেন সুপ্রীমকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতায় সিলেট ও তড়ফ রাজ্য (তৎকালীন সময়ে সিলেট ও তার পাশ্ববর্তী অঞ্চল নিয়ে গঠিত ছিল) বিজয়ী সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার ৭১৬ তম বিজয় বার্ষিকী উপলক্ষে সিপাহসালার উত্তরসূরীগণদের নিয়ে প্রীতি সম্মিলনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় তিনি ইসলামের সঠিক চর্চার দাবি জানিয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম। সঠিক ভাবে ইসলামের চর্চা করলে এই সকল বিষয় থেকে উত্তরণ সম্বভ হবে। সারা বিশ্বে মুসলমানদের উপর যে হামলা হচ্ছে তা দু:খ জনক। তিনি অমুসলীমদের ইসলামি গ্রন্ত্র গুলো পড়ে বিবেচনা করার জন্য আহবান জানিয়েছেন।
সম্মিলনে দেশের বিভিন্ন জেলা থেকে সৈয়দ পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উদ্বোধন করেন, মাছিহাতা দরবার শরীফের পীরজাদা সৈয়দ উবায়দুর রহমান। পীর শাহ সৈয়দ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, হবিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক।