খবর সারাদিন রিপোর্ট : টাকশাল দিয়ে প্রতিপক্ষের পা কেটে বিজয় উল্লাস হয়েছে। কাটা পা নিয়ে গ্রামের অলিতে গলিতে হয়েছে মিছিল। বীভৎস এই চিত্র দেখে অনেকেই আতংকিত হয়ে পড়ে। রবিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার থানাকান্দি গ্রামে। স্থানীয়রা জানায়, এ গ্রামের আবু মেম্বার ও মুসলিম মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই সকালে মুসলিম মেম্বারের লোকজনকে আবু মেম্বারের লোকজন হামলা করে। এ সময় আবু মেম্বারের নাতি হাজির হাটির মোবারক হোসেনকে ধাওয়া করলে আত্মরক্ষার জন্য সে বাড়িতে ঢুকে পড়ে। তখন সন্ত্রাসীরা তার ডান পা টাকশাল দিয়ে গোড়ালি পর্যন্ত কেটে ফেলে। পরে কাটা পা নিয়ে গ্রামের সড়কে সড়কে মিছিল করে। এ ঘটনায় সেখানে আতংক ছড়িয়ে পড়ে। রবিবারে সংঘর্ষের সময় অন্তত হাজির হাটির মোরসালিন (৩৫), জুয়েল (৩৫), দিন মোহাম্মদ (২৭), মনির (৩০)সহ ২০ জন আহত হয়েছে। আহতদের নবীনগর ও জেলা সদর হাসপাতালসহ বিভিন্নস্থানে প্রেরণ করা হয়েছে। সংর্ষকালে ১০/১৫ টি বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। সংর্ঘষের ঘটনায় ২০জনকে আটক করেছে পুলিশ।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের আখিতাঁরা গ্রামে রবিবার সকাল থেকে কয়েক ঘন্টা ব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে নোঁয়াগাও ইউনিয়নের চেয়ারম্যান কাজল চৌধুরী ও আব্বাস মিয়ার গোষ্ঠির মধ্যে সকালে কথা কাটাকাটি হয়। পরে দু,পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০জন লোক আহত হয়। আহতদের সরাইল সদর হাসপাতাল ও আশপাশের হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
শেয়ার করুন