,
শিরোনাম:
ভ্রাম্যমান আদালতের অভিযান সরাইলে অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়ে বাজেয়াপ্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে সকালে মাছ রপ্তানী, ভারতে হোটেল সেবা বন্ধ আখাউড়ায় আমন সংগ্রহ অভিযান উদ্বোধন ইসকন নিষিদ্ধের দাবিতে নাসিরনগরে মানববন্ধন দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাবের মানববন্ধন বিজিবির অভিযানে তিনদিনে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ হামলা নয়, দুর্ঘটনার কবলে ভারত থেকে আসা যাত্রীবাহী বাস দুর্ঘটনাকে হামলা বলে অপপ্রচার চালানো দু:খজনক…সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সরাইলে ভ্রাম্যমান আদালতের অভিযান রিং জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের দায়ে তিন জনকে সাজা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সাইফুল ইসলাম হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ

বয়ে গেল ঘণ্টায় ৮৩ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়া ঢাকার উপর দিয়ে।

images 18 3

খবর সারাদিন রিপোর্ট : আজ বুধবার ভোরে রাজধানী ঢাকার উপর দিয়ে ঘণ্টায় ৮৩ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে। আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন জানান, আজ ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ঘণ্টায় ৮৩ কিলোমিটার ও আগারগাঁও এলাকায় ৭৮ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে। সাথে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। ঢাকা ছাড়াও দেশের অনেক এলাকায় বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে গেছে।

ঢাকায় আজ ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর দিনাজপুরে দেশের সর্বোচ্চ ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান। তিনি জানান, রংপুর, পাবনা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় এখনো বৃষ্টিপাত হচ্ছে। ঢাকায় আজ বুধবার রাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পাশাপাশি আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ ৩ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

এদিকে আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

শেয়ার করুন

Sorry, no post hare.