মোজাম্মেল চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫৮ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১১৭৮ জনের করোনা সনাক্ত করা হয়েছে। ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন ও একই আদালতের বেঞ্চ সহকারী শরিফ করোনা পজেটিভ এসেছে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ জানান, নমুনা পরীক্ষা পর শনিবার রাতে আসা রিপোর্টে ৫৮ জনের পজিটিভ আসে। এর মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন ও বেঞ্চ সহকারী শরিফের পজিটিভ আসে। তারা বর্তমানে আইসোলেশনে আছেন। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২১ জন, সুস্থ হয়েছে ২৫২ জন ও আইসোলেশনে রয়েছেন ৮৬২ জন।
শেয়ার করুন