,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে উপচেপড়া ভীড় টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কালের সাক্ষী আখাউড়ার খড়মপুরের ১১’শ বছরের পুরোনো মসজিদ সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতীকরণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগিরক পার্টির বিক্ষোভ মিছিল আশুগঞ্জে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন ব্রাহ্মণবাড়িয়ায় পিএফজি’র উদ্যোগে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা বৈষম্যবিরোধী ৩ ছাত্র প্রতিনিধিকে মাইক্রোচালকদের মারধর

ব্রাহ্মণবাড়িয়ার সংবাদপত্র জগতের কিংবদন্তী আলহাজ্ব মোঃ নূরুল হোসেনের মৃত্যুতে প্রেসক্লাবের দুদিনব্যাপী শোক কর্মসূচী

b99e01c32c0fcf9447c3c3fe721c5e36 5778905285bd8

ব্রাহ্মণবাড়িয়ার সংবাদপত্র জগতের কিংবদন্তী ও ব্রাহ্মণবাড়িয়ার প্রথম ও সর্বাধিক প্রচারিত দৈনিক “ দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক আলহাজ্ব মোঃ নূরুল হোসেনের মৃত্যুতে দুইদিনের শোক কর্মসূচী গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব।
শোক কর্মসূচীর মধ্যে ছিল বুধবার প্রেসক্লাবে কালো পতাকা উত্তোলন ও সাংবাদিকদের কালো ব্যাজধারণ এবং আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় (বাদ আসর) প্রেসক্লাবে মিলাদ মাহফিল।গত মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলহাজ্ব মোঃ নূরুল হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে এবং ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মঙ্গলবার ঢাকায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় লোকনাথ উদ্যান (টেংকের পাড়) জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

নামাজে জানাযার আগে তাঁর কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম. রশিদুল ইসলাম। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-আমীন শাহীনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি ও প্রয়াতের বড় ছেলে মাহবুব হোসেন শাহী। নামাজে জানাযায় ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের সাংবাদিকগন, সরাইল প্রেসক্লাবের সাংবাদিকগন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। নামাজে জানাযার পর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তক অর্পন করে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাদ জোহর নাসিরনগর উপজেলার গুনিয়াউক বড় বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে তৃতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় স্থানীয় সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ সাইফুল কবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

শেয়ার করুন

Sorry, no post hare.