মোঃ আজহার উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পানিতে ডুবে আমিন নামে ৫ বছরের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার ৫ই আগস্ট বিকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশু আশুগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের লালপুর টংগী পাড়া গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ ওই শিশু সবার অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। আমিন বাক ও শারীরিক প্রতিবন্ধী ছিলেন।
পরে আমিনকে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের ডোবার পানিতে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম মুসা চৌধুরী শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শেয়ার করুন