খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া নতুন ১১জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। জেলায় নতুন ১৫জন সুস্থ হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ২০৬৫জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত ও জেলায় ১৫৮২জন সুস্থ হয়েছে।
বৃহস্পতিবার (১৩ই আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলা সিভিল সার্জন অফিসের কর্তব্যরত চিকিৎসক ডা. সানজিদা আক্তার নিশ্চিত করেন।
গত ১২ই আগস্ট ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ৩১টি রিপোর্টে নতুন ১১জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে জানান জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ।
গত ১৩ই আগস্ট রাতের রিপোর্টে সদর উপজেলায় ০৮জন, কসবা উপজেলায় ০২জন ও বিজয়নগর উপজেলায় ০১জন শনাক্ত হয়েছে। জেলায় নতুন ১৫জন সুস্থ হয়েছে। এর মধ্যে বাঞ্ছারামপুর উপজেলায় ০৮জন, বিজয়নগর উপজেলায় ৩জন ও নবীনগর উপজেলায় ০৪ জন সুস্থ হয়েছে।
সর্বশেষ গতরাতের রিপোর্ট পর্যন্ত জেলায় ২০৬৫জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭১৪জন, আখাউড়া উপজেলায় ১৮৫জন, বিজয়নগর উপজেলায় ৬৭জন, নাসিরনগর উপজেলায় ৯০জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৫১জন, নবীনগর উপজেলায় ৩৪৯জন, সরাইল উপজেলায় ১১১জন, আশুগঞ্জ উপজেলায় ১৬০জন ও কসবা উপজেলায় ২৪১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ১৫৮২জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪০জন। আইসোলেশনে চিকিৎসাধীন ৪৪৭জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১৫১৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ১৪৮৮১ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ২০৬৫জন আক্রান্ত হয়েছে৷