মোজাম্মেল চৌধুরী : জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের হলরুমে স্বাস্থ্য বিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। এ সময় সংসদ সদস্য মোকতাদির চৌধুরী বলেন, ৭৫’এর কাল রাত্রে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার মধ্যদিয়ে ঘাতকরা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল। তারা বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের হত্যা করার যে লক্ষ্য নিয়েছিল তাতে তারা অনেকটা সফল হয়ে গিয়েছিল। কিন্তু সেদিন বিদেশে থাকায় বঙ্গবন্ধুর ২ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যান। তিনি বলেন, ঘাতকরা জানতনা বঙ্গবন্ধু এক চেতনার নাম, আর সেই চেতনাকে ধারণ করেই বাংলার ঘরে ঘরে আজ বঙ্গবন্ধুর জন্ম হয়েছে। তিনি বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে এনে বিচারের আশাবাদ ব্যক্ত করেন।
শেয়ার করুন