খবর সারাদিন রিপোর্ট : আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আমেরিকা প্রবাসী জাকিয়া সোলায়মান এর আর্থিক সহযোগীতায় এ সেলাই মেশিন বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য আল আমিন শাহীন, মফিজুর রহমান লিমন, দৈনিক কুরুলিয়ার সম্পাদক ইব্রাহিম খান সাদত, বাংলাদশ প্রতিদিনে’র জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, ভোরের কাগজ’র প্রতিনিধি সৈয়দ রিয়াজ আহমদ, ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিনিধি জসীম উদ্দিন, আজকালের খবরের প্রতিনিধি মোজাম্মেল চৌধুরী, করতোয়ার প্রতিনিধি শাহজাহান সাজু প্রমুখ।
শেয়ার করুন