খবর সারাদিন রিপোর্ট : দুলাভাইয়ের থাপ্পড়ের প্রতিশোধ নিতেই ভাগ্নে ও ভাগ্নিকে গলা কেটে হত্যা করে ঘাতক মামা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চাঞ্চল্যকর ভাই-বোন হত্যাকা-ের রহস্য উদঘাটন করেছে পুলিশ। দুলাভাইয়ের থাপ্পড়ের প্রতিশোধ নিতেই ভাগ্নে ও ভাগ্নিকে গলা কেটে হত্যা করে ঘাতক মামা বাদল মিয়া। দুই ভাগ্নে-ভাগ্নিকে খুনের দায় স্বীকার করেছে সে। বৃহস্পতিবার আদালতে জবানবন্দি শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সে কুমিল্লার হোমনা উপজেলার খোদে-দাউদপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।
পুলিশ জানিয়েছে, বাহরাইন প্রবাসী বাদল গত মার্চ মাসে দেশে ফিরে আসেন। গ্রামে গোষ্ঠীগত দাঙ্গার একটি মামলায় আসামি হওয়ার কারণে বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়নের সাহেবনগর গ্রামে তার বোন হাসিনা আক্তারের বাড়িতে আত্মগোপনে ছিলেন। প্রবাসে থাকাকালে দোকান করার জন্য ভগ্নিপতি কামাল উদ্দিনের কাছ থেকে ১৩ লাখ টাকা ধার নেন বাদল। এর মধ্যে তিন লাখ টাকা ফেরত দেন। বাকি ১০ লাখ টাকার জন্য কামালের সঙ্গে মনোমালিন্য চলছিল তার। এর জেরে সপ্তাহখানেক আগে বাদলকে থাপ্পড় মারেন কামাল। এ ঘটনায় প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করেন বাদল। গত ২৪ আগস্ট দুপুরে বাদল প্রথমে ভাগ্নে কামরুলকে গলা কেটে হত্যা করে পরে ভাগ্নি শিফাকেও গলা কেটে হত্যা করে মরদেহ অন্য একটি রুমের খাটের নিচে রেখে দেয়। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী জানান, বাদলকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য গত ২৪ আগস্ট রাতে জেলার বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়নের সাহেবনগর গ্রামে নিজ বাড়ির খাটের নীচ থেকে ভাই-বোনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
শেয়ার করুন