খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিপন্যের পোষ্ট-হ্যান্ডেলিং, প্রসেসিং এন্ড প্যাকেজিং বিষয়ক কৃষক ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি বিপনন অধিদপ্তরের জোরদারকরণ প্রকল্পের উপসচিব ও প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনা। এ সময় কৃষি জোরদারকরন প্রকল্পের ও কৃষি বিপনন অধিদপ্তরের মনিটরিং অফিসার আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলাম। প্রশিক্ষণে জেলা সদর, আশুগঞ্জ ও নবীনগর উপজেলার ৬০ জন কৃষককে উন্নত প্রযুক্তিতে কৃষির উন্নয়নে দিক নির্দেশনা দেয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করে কৃষি বিপণণ অধিদপ্তর জোরদারকরণ প্রকল্প ও কৃষি বিপনন অধিদপ্তর।
শেয়ার করুন