খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক গণ পরিষদ সদস্য সৈয়দ এ,কে,এম এডঃ এমদাদুল বারী চৌধুরীর নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের সরকার পাড়া পিটিআই স্কুল প্রাঙ্গণে সামাজিক দুরুত্ব মেনে এই জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকল মরহুমের কফিন ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে ২য় জানাযা ও বাদ যোহর মরহুমের গ্রামের বাড়ি জেলার আখাউড়া উপজেলার রানীখার গ্রামে ৩য় জানাযা ও রাষ্ট্রীয় মার্যাদা শেষে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, বর্ষীয়ান এই নেতা ও জেলা পরিষদের সাবেক প্রশাসক সোমবার সন্ধ্যা ৭ টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজণিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
শেয়ার করুন