খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা হিফজখানা ঐক্য পরিষদ শিক্ষাবোর্ডের আয়োজনে ১ম জেলাব্যাপী হিফজুল কুরআন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রসা ও নূরে মদিনা মাদ্রসায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সদর উপজেলার বিভিন্ন মাদ্রসার ৬শ ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এতে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল খায়ের, হাফেজ মাওলানা জামাল উদ্দিন, হাফেজ মাওলানা ইছহাক উদ্দিন, হাফেজ মাওলানা খাইরুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুল বাছির। পরীক্ষায় হাফেজ মাওলানা হামিদুল হক, হাফেজ মাওলানা এমদাদুল হকসহ ১২ জন শিক্ষক পরিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পুরো জেলায় আহলুল কুরআন ওয়াস্সুন্নাহ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া সদরের সহযোগিতায় ১ হাজার শিক্ষর্থী পরীক্ষায় অংশগহন করেন। আগামী ১৫ অক্টোবর অনলাইনে সকল পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনাসহ সনদপত্র দেয়া হবে।
শেয়ার করুন