খবর সারাদিন রিপোর্ট : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বাস-মোটরসাইলের সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতরা হলো জেলার বাঞ্ছারামপুর উপজেলার মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম, হবিগঞ্জ জেলার আব্দুলালাহ (৫৫) ও আলামিন। তবে আলামিনের বাড়ির ঠিকানা জানাযায়নি। পুলিশ জানায়, বুধবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাস ইসলামপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ১টি মোটরসাইকেল সামনে পরে যায়। এ সময় মোটরসাইকেলটিকে রক্ষা করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত এবং বাসের দুই যাত্রী গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এ ঘটনায় আহত ১০জন কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, দূর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ মাধপুর স্বাস্থা কমপ্লেক্সে রাখা হয়েছে।
শেয়ার করুন