খবর সারাদিন রিপোর্ট : সরকার র্নিদেশিত স্বাস্থ্যবিধি মেনে ব্রাহ্মণবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা মহাষষ্ঠীত চন্ডী পাঠ ও পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। পুজার প্রথম দিন বৃহস্পতিবার সকাল ধূপ-ধনি, পঞ্চপ্রদীপ, উলুধনি আর ঢাকর তাল দুর্গাদেবীর ষষ্ঠীর ঘট বসেছে। সন্ধ্যায় দেবী দূর্গার আমন্ত্রণ ও অধিবাস হবে। জেলায় এবার ৫৬৬টি মন্ডপ অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গাৎসব। প্রতিটি মন্ডপে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরুত্ব বজায় রেখে এই উৎসব পালন করতে জেলা প্রশাসন থেকে নির্দেশনা দেয়া হয়েছে। অন্যান্য বছর ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে এই উৎসব পালন করা হলও এবছর করোনার কারণে কেবল পূজা সংশ্লিষ্ট ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে এবারের পূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৬ অক্টাবর বিজয়া দশমীর মধ্যদিয় শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবের।
শেয়ার করুন