খবর সারাদিন রিপোর্ট : রাজাকার ও আল-বদরসহ পাকিস্তানি বাহিনীর সহযোগীদের বিচার দাবি করেছেন মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্য ও স্বজনরা। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদরে টেংকেরপাড়ে সৈয়দ সিরাজুল ইসলাম স্মৃতি পরিষদ আয়োজিত “মুক্তিযুদ্ধের চেতনা মুছে যেতে দেব না” শীর্ষক বিশেষায়িত আড্ডায় এ দাবি করেন তারা। আড্ডায় জেলার বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধা ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সিনিয়র সাংবাদিক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ, বাংলা একাডেমির গবেষণা বিভাগের কর্মকর্তা মামুন সিদ্দিকী, কবি জয়দুল হোসেন ও সাবেক এআইজিপি মালিক খসরু পিপিএমসহ ২১ জনকে সম্মাননা দেয়া হয়। এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তারা। মুক্তিযুদ্ধে স্বজনদের খুনিদের বিচার দাবি করেন গণহত্যায় শহীদ ব্যক্তিদের পরিবারের সদস্যরা।
শেয়ার করুন