খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় ফোর লেন প্রকল্পে অধিগ্রহনের সরকারি অর্থ পাইয়ে দেয়ার কথা বলে চাঁদাবাজির ঘটনায় সুমন ও সুজন নামের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের পুনিয়াউট থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বাড়ি শহরের পুনিয়াউট এলাকায়। সূত্র জানায়, সুমন ও সুজন পুনিয়াউট এলাকার বাসিন্দা বাবুল মিয়াকে ফোরলেন প্রকল্পে তার অধিগ্রহনের সরকারি অর্থ পাইয়ে দেয়ার কথা বলে চাঁদাবাজি করতে যায়। পরে বিষয়টি পুলিশকে জানালে সদর থানা পুলিশ তাদের ২ জনকে গ্রেফতার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহিম জানিয়েছেন, এ ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলে পুলিশ অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করে।
শেয়ার করুন