কাউছার আলম,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাউর ফতেহপুর ইউনিয়নের তরুন সমাজ ও মানবাধিকার কর্মী ইসমত আরা জাহানের উদ্যোগে বিগত কয়েকদিনের তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন থেকে কিছুটা দুর্ভোগ লাঘবে শীতবস্ত্র ও করোনার পাদুর্ভাব থেকে রক্ষা পেতে মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গ্রামের গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই বিতরণ সম্পন্ন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ হেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি এমকে জসিম উদ্দিন, নবীনগর প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি একে আমির হোসেন, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কয়েস আহমেদ, যুবলীগ নেতা আব্দুস সালাম, জেএস জীবন, মোঃ হাফিজ মিয়া, স্বপ্না আক্তার, আলেহা বেগম সহ আরো অনেকে।
উপস্থিত নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে তরুন সমাজকর্মী ইসমত আরা জাহানের উদ্যোগকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করায় তাকে স্বাগত জানান এবং বিগত দিনেও ইসমত আরা জাহানের সকল মানবিক ও উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে ইসমত আরা জাহান আরো ভূমিকা রাখবেন বলে আশা ব্যাক্ত করেন বক্তারা।
এবিষয়ে ইসমত আরা জাহান বলেন এই তীব্র শীতের মধ্যে একটু উষনোতার অধিকার সবার, তাই শীতার্তদের পাশে আমি সাধ্যমতো দাড়িয়েছি। ভবিষ্যতেও আমার এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আলোচনা সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের প্রায় দুই শতাদিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরন করেন।