আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে হামলাকারী ব্রেন্টন টারান্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে। খবর বিবিসির।
নিউজিল্যান্ডের উচ্চ আদালতের বিচারক ক্যামেরন ম্যানডার বলেন, বিশেষজ্ঞরা টারান্টের স্বাস্থ্য পরীক্ষা করে দেখবেন যে তাকে আদালতে বিচারের মুখোমুখি করা যাবে কিনা।
ইতিমধ্যে অস্ট্রেলীয় এ শ্বেতাঙ্গ সন্ত্রাসীর বিরুদ্ধে ৫০ জনকে খুন ও ৩৯ জনকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার টারান্টকে কারাগার থেকে ভিডিও কলের মাধ্যমে আদালতের বিচারে যুক্ত করা হয়। ভিডিও কলে শুধু ওই সন্ত্রাসীকে বিচারক ও আইনজীবীদের দেখতে দেয়া হয়।
এসময় আদালতের বিচারকার্যের শুনানি শুনলেও কোন মন্তব্য করেনি সন্ত্রাসী টারান্ট।
আদালতে এসময় উপস্থিত ছিলেন ক্রাইস্ট চার্চে হামলার শিকার পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত ১৫ মার্চে ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে হামলা চালায় ব্রেন্টন টারান্ট। হামলায় ৫০ জন নিহত ও ৩৯ জন আহত হয়।