খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমূখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পূজা শ্রী শ্রী স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যার এই দেবীকে তুষ্ট করতে মঙ্গলবার সনাতন পূন্যার্থীরা প্রায় ঘরে ঘরেই এই পূজার আয়োজন করে। সকালে পূন্যার্থীরা উপবাস রেখে দেবী স্বরস্বতীর পূজা শেষ করে। শহরের কালিবাড়ী, টেংকের পাড়, পূর্ব পাইক পাড়া, পশ্চিম পাইকপাড়া, মেড্ডা, কাজীপাড়া, কান্দিপাড়াসহ সর্বত্রই ঘরে, ঘরে এবং পাড়া মহল্লায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণ ও উৎসবমূখরভাবে স্বরস্বতী পূজা অনুষ্ঠানের লক্ষ্যে পূজমন্ডপগুলোতে যাতে কোন বিশৃঙ্খলা না হয় সেদিকে বিশেষ নজড় রয়েছে।
শেয়ার করুন