খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ১৬ টি ভোটকেন্দ্রকে বিপদজ্জনক উল্লেখ করে সেসকল কেন্দ্রে নিরপাত্তা বিধানে ব্যবস্থা গ্রহনের জন্য সংবাদ সম্মেলণ করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলণে তিনি তার লিখিত বক্তব্যে জানান, পৌর শহরের ভাদুঘর এলাকার ৭টি, শিমরাইল কান্দি এলাকার ৩ টি, ৯ নং ও ১০ নং ওয়ার্ডের ৩ টি এবং ৪ নং ওয়ার্ড পাইকপাড়া মহল্লার ৩ টিসহ মোট ১৬ টি কেন্দ্রে নির্বাচনের মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক ভুইয়া ও বিএনপি প্রার্থী জহিরুল হক খোকন কেন্দ্র দখলসহ বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোটরদের কেন্দ্রে আসতে নিরৎসাহিত করতে পারে। এ অবস্থায় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে এবং ভোটরদের নিরাপত্ত বিধানে বিপদজ্জনক কেন্দ্রগুলোতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত সংখ্যক বিজিবি, র্যাব ও পুলিশ ফোর্স মোতায়েনের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। সংবাদ সম্মেলণে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ১২ টি ওয়ার্ডের ৪৮ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এই পেরৈসভায় ভোটর রয়েছে ১ লক্ষ ২০ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫৬২ জন ও নারী ভোটার ৬০ হাজার ৯৪২ জন।
শেয়ার করুন