খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি,গাছপালা ও ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যায় হওয়া ঝড়ে কালিকচ্ছ ইউনিয়ন এর চাঁন্দপুর, গলানিয়া, ধর্মতীর্থ, মনির ভাগ কালিকচ্ছ ও মধ্যপাড়া এলাকার বেশিরভাগ বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পর ক্ষতিগ্রস্থ এলাকার বেশ কয়েকটি পরিবার অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ঝড়ের পর থেকে গাছপালা ভেঙে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পাশাপাশি সবজি বাগান ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্থদের সরকারি সহায়তা দেয়া হবে।
শেয়ার করুন