,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

নরসিংদীতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সুহ্নদ সম্মেলন

BBaria Picnic 24.03.2021

খবর সারাদিন রিপোর্ট : আনন্দ সম্মিলন আর সম্প্রীতির ছোঁয়ায় অন্যরকম একটি দিন কাটিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। মঙ্গলবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব আয়োজিত এই আনন্দ সম্মিলনের মধ্যমনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতিকন্যা,নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। তার আমন্ত্রনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সদস্যরা পরিবার পরিজনসহ যোগ দেন এতে। আলোচনা-আড্ডা,সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন রাইডে চড়া,আকর্ষনীয় র‌্যাফেল ড্র এবং পার্কে ঘুরে বেড়ানো উপভোগ্য ছিলো সবার কাছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যেকার ‘সম্প্রীতির ছোঁয়া’ আয়োজনটি ছিলো ভিন্নতর। দু’জেলার সাংবাদিকদের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন,সম্প্রীতি বৃদ্ধির এই বিশেষ আয়োজনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও নরসিংদী প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সৈয়দা ফারহানা কাউনাইন। এতে অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। নরসিংদীর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোতাহার হোসেন অনিকের সঞ্চালনায় বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি,সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন,সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য,সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত ও কার্যকরী সদস্য মো. মনির হোসেন। নরসিংদী প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন প্রেস ক্লাব সভাপতি মাখন দাস,সাধারন সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি ও প্রবীন সাংবাদিক নিবারন রায়। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবকে আলাদা ভাবে ফুলেল শুভেচ্ছা জানান নরসিংদী প্রেস ক্লাব এবং পুলিশ সুপার। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে নরসিংদী প্রেস ক্লাবকে প্রদান করা হয় শুভেচ্ছা ক্রেষ্ট। এতে বক্তৃতায় সৈয়দা ফারহানা কাউনাইন বলেন- এই আয়োজন পার্শ্ববর্তী দু’জেলার সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি পেশার উৎকর্ষতাও সাধন করবে বলে আমি মনে করি। পরে জেলা প্রশাসক ড্রিম হলিডে পার্কের মায়াবী ভেন্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব আয়োজিত সুহ্নদ সম্মেলনে যোগ দেন। উপভোগ করেন নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়ার শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা । এতে নরসিংদীর নামকরা সাংস্কৃতিক সংগঠন ‘বাধন হারা’ পরিবেশন করে নৃত্যনাট্য। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে শ্রদ্ধা জানিয়ে বিশিষ্ট আবৃত্তি শিল্পী রোকেয়া দস্তগীরের কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে শুরু হয় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক পরিবারের সাংস্কৃতিক পরিবেশনা। কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী মো. মনির হোসেন,হাবিবুর রহমান পারভেজ। সংগীত পরিবেশন করেন প্রেস ক্লাব কার্য নির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী পীযুষ কান্তি আচার্য,তার পতœী মনিকা আচার্য ও দুই সন্তান প্রীতম আচার্য ও প্রিয়ম আচার্য,প্রেস ক্লাব সদস্য মোজাম্মেল চৌধুরী।  সুহ্নদ সম্মেলনে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়। তার পক্ষ থেকেও ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের উপহার প্রদান করা হয়। এরআগে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের র‌্যাফেল ড্র হয়। এটি পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন। র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

শেয়ার করুন

Sorry, no post hare.