,
শিরোনাম:
রাজনৈতিক দলের পদে থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা যাবেনা ১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

পিতার সঙ্গে বিরোধে স্কুল শিক্ষার্থীর হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ, প্রতিবাদে মানববন্ধন

PIC B.baria Humanchain

খবর সারাদিন রিপোর্ট : পিতার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নাজমুল হক ফাহিম (৬) নামে এক স্কুল শিক্ষার্থীকে নির্যাতন করেছে প্রতিপক্ষ। তার হাত ভেঙ্গে দেয়া হয়েছে। এর প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে তাঁর সহপাঠিরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামপুর গ্রামে ফাহিমের নিজ স্কুল গ্রীণভালী আইডিয়েল স্কুলের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুলের সকল শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।
ফাহিম বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের উত্তরপাড়া এলাকার খোকন মিয়ার ছেলে। সে গ্রীণভালী আইডিয়েল স্কুলের নার্সারী বিভাগের ছাত্র। তাঁর বাবার সঙ্গে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৪ এপ্রিল বীরপাশা গ্রামের উত্তরপাড়া এলাকার বাসিন্দা আলমগীর মিয়া ও হেলাল মিয়া তাঁকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে। এ ঘটনায় ৫ এপ্রিল বিজয়নগর থানায় ফাহিমের মা শেফালী আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রীণভ্যালী আইডিয়েল স্কুলের অধ্যক্ষ মো. রেজাউল হক, সহকারী শিক্ষক কামাল মিয়া, অভিভাবক সদস কাজী মনোয়ার ও কাজী নিয়াজ উদ্দিন।
এ সময় তাঁরা বলেন, নিরপরাধ শিশু ফাহিমের উপর অমানবিক নির্যাতন করে তাঁর হাত ভেঙে দেয়া হয়েছে। যারা এ কাজ করেছে তাঁরা চিহ্নিত সন্ত্রাসী। এখনো তাঁরা এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে। আমরা অবিলম্বে তাঁদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যাতে করে ভবিষ্যতে আর কেউ কোনো শিশুকে নির্যাতনের সাহস না পায়।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম বলেন, আসামীদের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Sorry, no post hare.