খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের পাল্টাপাল্টি হামলায় ৪জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে দিকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের ধামচাইল বাজারে এই ঘটনা ঘটে। আহতরা হলেন নওয়াব মিয়া (৬০), জাকির মিয়া (৩২), সেলিম (৪৫) ও সৈয়দাবুর রহমান (৩৫)।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালে রেজাউল নামে এক ব্রাজিল সমর্থকের সঙ্গে জীবন নামে আর্জেন্টিনা সমর্থকের বাগবিতন্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে বিকেলে রেজাউলের চাচা নোয়াব মিয়াকে দামচাইল মারধর করেন আর্জেন্টিনার সমর্থকরা। এরই জেরে রাত সাড়ে আটটার দিকে আর্জেন্টিনা সমর্থক জীবনের সহযোগীদের ধরে মারধর করেন ব্রাজিল সমর্থকরা। এতে চারজন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন