নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : করোনা প্রতিরোধে সরকারের লক ডাউনের বিধিনিষেধ অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পশুর হাট বসায় ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে জরিমানা ও হাট পন্ড করে দেওয়া হয়েছে। বুধবার ১৪/০৭ উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারে দুপুর ১ টার দিকে পশুর হাটটি পন্ড করে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে হাট ইজারাদারকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান। এ সময় জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির সভাপতি রবিউল আউয়াল রবি, ইউপি সদস্য নাজিম উদ্দিন সহ নবীনগর থানার বেশ কয়েকজন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে ইকবাল হাসান বলেন- করোনা প্রতিরোধ সরকারের বিধিনিষেধ অমান্য করে বাঙ্গরা বাজারের ইজারাদার গরুর হাট বসিয়েছেন। তাকে সংক্রমণ রোগ প্রতিরোধ নির্মূল আইন ২০১৮ মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আজকের মতো হাট ভেঙ্গে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরকারের সকল নির্দেশনা মেনে হাট বসানোর জন্য হাট ইজারাদারকে বলা হয়েছে। হাট ইজারাদারের লোকজন জানান- প্রতি বুধবার এখানে সাপ্তাহিক পশুর হাট বসে। ঈদের আগে আর বুধবার না থাকায় সবাই নিজে থেকে হাটে পশু ক্রয়/বিক্রয় করতে চলে এসেছে।