খবর সারাদিন রিপোর্ট : চলমান করোনার সংকমণ রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় স্বোচ্ছাসেবক লীগের পক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪ হাজার পিস মাস্ক প্রদান করা হয়েছে। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এসব মাস্ক হস্তান্তর করেন কেন্দ্রীয় স্বোচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুল। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি ইব্রাহিম খানা সাদাত, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এডঃ মোঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ। আলোচনা শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক হস্তান্তর করা হয়। পরে প্রেসক্লাব নেতৃবৃন্দ কেন্দ্রীয় স্বোচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুলের কাছে প্রেসক্লাব প্রকাশিত গ্রন্থ “প্রবাহ” উপহার হিসেবে প্রদান করেন। অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
শেয়ার করুন