,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাকান্ডে জড়িয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলণ করেছে সদর উপজেলা চেয়ারম্যান

received 297400251719551
খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে স্বপন হত্যাকান্ডকে কেন্দ্র করে সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও এবং সুলতানপুর ইউপি চেয়ারম্যান শেখ ওমর ফারুকের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলণ হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও। তিনি উল্লেখ করেন, মানবসেবা ও সমাজসেবার মাধ্যমেই তিনি সুদীর্ঘ বছর সুলতানপুর ইউনিয়েনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বচ্ছতা রয়েছে বলেই পরবর্তীতে সদর উপজেলার চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছেন। তবে ইউনিয়ন নির্বাচনকালীন সময়ে সুলতানপুর ইউপির হাবলাউচ্চ গ্রামের প্রয়াত মতিউর রহমান তার কাছে বার বার পরাজিত হন। পরাজয়ের যন্ত্রনা থেকেই প্রয়াত মতিউর রহমানের পরিবারের সদস্যরা তাদের অনুসারীদের দিয়ে স্বপন হত্যাকান্ডের সাথে তিনি ও তার ছেলে ইউপি চেয়ারম্যান ওমর ফারুকের নাম জড়াতে উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যে স্বপন হত্যাকান্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারকৃত শফিকুল ইসলাম হৃদয়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার মূল রহস্য উদঘাটিত হয়েছে। সেখানে তিনি ও তার ছেলের কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি। তারপরও ওই মহলটি মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রচার করে মানহানি করছে। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম হৃদয়ের মা নারী ইউপি সদস্য ইশরাত জাহান গত ১৩ ই সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেন পাশাপাশি বিরামপুর গ্রামের মতিলাল চৌধুরী তার ছোট ভাই সাধন চৌধুরীকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তার ও তীব্র নিন্দা জানান এবং মানহানিকর ঘটনার বিচারের দাবী করেন। এ সময় তার সাথে সুলতানপুর ইউনিয়নের জনপ্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Sorry, no post hare.