খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় নবগঠিত নাসিরনগর উপজেলা যুবদলের সদস্য সচিব ও সকল যুগ্ম আহ্বায়কসহ ২৫ সদস্য পদত্যাগ করেছে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলণ করে তারা পদত্যাগের ঘোষনা দেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক কমিটি থেকে সদ্য পদত্যাগ করা সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি দল থেকে বিচ্ছিন্ন ও আওয়ামীলীগ সরকারের মদদপুষ্ট মীর মোস্তফা জালালকে আহ্বায়ক করে নাসিরনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। বিষয়টি প্রকাশিত হবার পর নাসিরনগর উপজেলা বিএনপি, যুবদলসহ সর্বস্তরে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় একজন অযোগ্য ও খুনী আসামীকে আহ্বায়ক মেনে নিয়ে তার নেতৃত্বে কাজ করা সম্ভব নয়। তাই মীর জালালকে আহ্বায়ক পদ থেকে ৭ দিনের মধ্যে অব্যাহতি প্রদানের জন্য কেন্দ্রে আবেদন করা হয়। কিন্তু এ বিষয়ে কোন পদক্ষেপ না থাকায় উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের হতাশা, ক্ষোভ ও বিরুপ প্রতিক্রীয়াকে বিবেচনায় এনে এবং অযোগ্য মীর মোস্তফা জালালকে আহ্বায়ক করা এবং বহাল রাখার প্রতিবাদে তারা একযোগে পদত্যাগ করেন। সে সাথে এই কমিটি বাতিলের দাবী জানান। সংবাদ সম্মেলনে নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে সদ্য পদত্যাগ করা যুগ্ম আহ্বায়ক গন ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন