,
শিরোনাম:
ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় দিনভর বিক্ষোভ মিছিল-সমাবেশ যায়যায়দিনের নবীনগর প্রতিনিধি গোলাম মোস্তফার ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়া তিয়ানশি ডিস্ট্রিবিউটরদের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ৩৫৪ বোতল বিদেশী মদসহ ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জন গ্রেপ্তার কসবায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে / ২৫ জন আহত ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে উপচেপড়া ভীড় টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কালের সাক্ষী আখাউড়ার খড়মপুরের ১১’শ বছরের পুরোনো মসজিদ

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগের বর্ধিত সভায় আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুুবুল আলম হানিফ জনবিচ্ছিন্নতার কারণে বিএনপি ৫০ বছরেও রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ নেই

Brahmanbaria bordhito sova pic
খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় কড়া পুলিশি প্রহরার মধ্যদিয়ে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ সময় তিনি বলেন, বিএনপি তাদের নানা অপকর্মের কারণে এখন জনবিচ্ছিন্ন। এতে তারা হতাশ হয়ে সকালে এক কথা আর বিকালে এক কথা বলে। জনবিচ্ছিন্নতার কারণে তারা আগামী ৫০ বছরেও রাষ্ট্র ক্ষমতায় আসার কোন সুযোগ নেই। তারা মিথ্যাচার করে জনগনকে বিভ্রান্ত করছে। কারণ তাদের লক্ষ্যই হচ্ছে এ দেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করা। তিনি আরো বলেন, গত বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ব্রাহ্মণবাড়িয়াসহ ২০১৩ সালে ঢাকায় শাপলা চত্বরে হেফাজতের তান্ডবের পেছনেও বিএনপির নেতাকর্মীরা সম্পৃক্ত। সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রেীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, ফরহাদ হোসেন সংগ্রাম, উম্মে ফাতেমা নাজমা বেগম। এতে জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
শেয়ার করুন

Sorry, no post hare.