,
শিরোনাম:
নাশকতার মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় স্বাচিপ সভাপতি আবু সাঈদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক নেতা আবু সাঈদ গ্রেফতার বিএনপির উপর দুর্নাম আসবে এমন কাজ থেকে প্রশাসনকে বিরত থাকতে হবে……কেন্দ্রীয় বিএনপি নেতা শ্যামল ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুইমন্ত্রী-৮ সাবেক এমপিসহ ২৪০ জনের বিরুদ্ধে নাশকতা ও বিষ্ফোরক মামলা ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির আত্মহত্যা , কারারক্ষী বরখাস্ত। ব্রাহ্মণবাড়িয়ায় কার্ডধারিদের মধ্যে টিসিবির পন্য বিক্রয় শুরু ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ সেবনে শিশুর মৃত্যুর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ডিম ও পিঁয়াজের আড়তে ট্রাস্কফোর্সের অভিযানে দুই দোকানীকে ১ লক্ষ টাকা জরিমানা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া বিজয়নগরের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মানাধীন বহুতল ভবন থেকে ইট পড়ে স্কুল শিক্ষার্থীসহ আহত ৩

IMG 20220324 230710 scaled

খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় একটি নির্মানাধীন বহুতল ভবনের উপর থেকে ইট পড়ে স্কুল শিক্ষার্থীসহ ৩ জন আহত হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে শহরের মুন্সেফ পাড়া এলাকায় ক্রিসেন্ট কিন্ডার গার্টেন প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ভবনের মালিক পক্ষ ও শ্রমিকরা পালিয়ে গেছে। আহতরা হলেন, শহরের শেরপুর এলাকার বাসিন্দা সারোয়ার হাসানের স্ত্রী নাজিয়া করিম (৩৫) ও তার মেয়ে স্কুল শিক্ষার্থী আয়েশা আঞ্জুম (৭), মুন্সেফ পাড়ার বাসিন্দা বিপ্লবের স্ত্রী নয়ন তারা (৩২)। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত নাজিয়া করিম বলেন, স্কুল ছুটির পর সব অভিভাবকরা স্কুলের নিচে দাঁড়িয়ে অবস্থান করার সময় স্কুলের পাশের নির্মানাধীন ভবনের উপর থেকে বেশ কয়েকটি ইট খসে পড়ে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, প্রায় সময় নির্মাধীন ভবনটি থেকে ময়লা আর্বজনা নিচে ফেলা হয়। বেশ কয়েকবার স্কুল কৃর্তপক্ষকে জানালেও তারা তেমন কোন উদ্যোগ নেননি।

ক্রিসেন্ট কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার বলেন, যেহেতু পাশে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাই ভবনটির নির্মাণ শুরুর পর থেকেই আমরা মালিক পক্ষকে বলে আসছি নিরাপত্তা ছাউনী ভাল করে দেয়ার জন্য। তারা আমাদের কোন কথাই কর্ণপাত করে নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হেভেন ওয়ার্ড প্রপার্টিজ লিমিটেড কনসালটেন্ট এন্ড কনট্রাকশনের মালিক সুজনের মোবাইলে একাধিকবার ফোন করলেও মুঠোফোনটি রিসিভ করেন নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

Sorry, no post hare.