খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিনটি পালনে শনিবার সকালে শহরের ফারুকী পার্কে ৩১ বার ধ্বাপোধ্বণির মাধ্যমে কর্মসূচীর শুরু হয়। এ সময় স্মৃতি সৌধে রাষ্ট্রের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। পরে পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেনী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলণ শেষে বিভিন্ন বিদ্যালয় এবং প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে অংশগ্রহন করেন। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। পরে জেলার সবকটি উপজেলা থেকে ১০৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচী পালন করা হয়েছে।