খবর সারাদিন রিপোর্ট ; ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বেশী মূল্যে সার বিক্রির অপরাধে মোঃ আবু তাহের নামে এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এইচ. ইরফান উদ্দিন আহমেদ শনিবার দুপুরে উপজেলার আমতলী বাজারের আবু তাহের ট্রেডার্সে অভিযান পরিচালনা করে দোকানের মালিক মোঃ আবু তাহেরকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এইচ. ইরফান উদ্দিন আহমেদ বলেন, সার বিক্রেতা আবু তাহের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে সার বিক্রি করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার দোকানে সারের হালনাগাদ কোন তালিকা প্রদর্শন করা হয়নি, তিনি ক্রেতাদের কাছ থেকে বেশি টাকায় সার বিক্রি করে কম টাকার রশিদ প্রদান করতেন।
তিনি বলেন, আবু তাহেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বেশি দামে সার বিক্রি করবে না বলে তার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।