খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৭৮০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে টাস্কফোর্স। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার ও পাচার কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। গত মঙ্গলবার রাতে উপজেলার নারায়ণপুর বাইপাস থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নারায়ণপুর গ্রামের হোসেন মিয়ার ছেলে মোঃ তারেক মিয়া-(২৮), একই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী রহিমা বেগম-(৩৮) ও উমেদপুর গ্রামের মেহেদী হাসানের স্ত্রী লক্ষী বেগম- (৩৬)।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আখাউড়া স্থলবন্দরের দিক থেকে আখাউড়া অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তাদেরকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।