খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শামসুদ্দিন নামে এক ভুয়া চিকিৎসককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলার বগইর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়।
জরিমানা দেয়া শামসুদ্দিন বগইর গ্রামের নিজ বাড়িতে চেম্বার খুলে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।
অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন ধরে শামসুদ্দিন উপজেলার বগইর গ্রামের নিজবাড়িতে বসে রোগীদেরকে হোমিওপ্যাথিক এবং এলোপ্যাথিকসহ বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান পরিচালনা করে ভুয়া চিকিৎসক শামসুদ্দিনকে হাতে নাতে আটক করা হয়।
তিনি বলেন, স্বামীকে বশে আনা, ছেলেকে বিদেশ পাঠানো, ছেলেকে বিয়ে করতে রাজি করানোসহ হোমিওপ্যাথিক ও এলোপ্যাথিক চিকিৎসা করতেন শামসুদ্দিন। এছাড়াও তিনি রোগীদেরকে তাবিজ, পানি পড়া ও রং মেশানো পানি, তেলপড়া দিতেন।
শামসুদ্দিন নিজের নামের আগে ডা লেখতেন, কিন্তু তার কোন ডাক্তারি সনদ ছিলোনা। এমনকি হোমিও চিকিৎসারও তার কোন সনদপত্র নেই।
অভিযানকালে তার বাড়িতে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান মেয়াদোর্ত্তীন ঔষধ উদ্ধার করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে আর ভুয়া চিকিৎসা দিবে না বলে তার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।