খবর সারাদিন রিপোর্টঃ সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সকাল সন্ধ্যা গণ অনশন হয়েছে।
শনিবার সকাল থেকে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী শুরু হয়। এতে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি দিলীপ নাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদ্যুৎ নাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহŸায়ক কমরেড নজরুল ইসলাম, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আবুল কালাম নাঈম, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, সম্মিলিত সামাজিক আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য ফারুক আহমেদ ভুইয়া, সুশাসনের জন্য নাগরিক কমিটির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা, সংখ্যালঘু সুরক্ষা আইন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ, অর্পিত সম্পত্তি প্রত্যার্পনসহ পার্বত্য চুক্তি ও পার্বত্য ভ‚মি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের অধিবাসীদের জন্য পৃথক ভ‚মি কমিশন গঠনের দাবী জানান।