খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালানকৃত পৌনে ৪ লাখ টাকার ভারতীয় পন্যসহ মোঃ ইব্রাহিম (২৩) নামের এক পরিবহন সুপারভাইজারকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়ায় তল্লাশি চৌকি স্থাপন করে এ অভিযান পরিচালিত হয়। আটককৃত ইব্রাহিম ভোলা জেলার সাদেক মিয়ার ছেলে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী লাকি পরিবহনের বক্সে করে ভারতীয় শাড়ি এবং কসমেটিক চোরাচালান হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কুট্টাপাড়ায় থানার সামনে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় তথ্যে প্রাপ্ত গাড়ির বক্সে তল্লাশি করে ৩১৮০ পিস ভ্যাটনোভেট ক্রীম ও ৮৬ পিচ শাড়ি উদ্ধার করা হয়। এসব পণ্যের বৈধতা যাচাইয়ে গাড়ির সুপারভাইজারকে কাগজপত্র দেখাতে বললে সে কোন চালান দেখাতে পারে নাই। পরে পুলিশ উদ্ধারকৃত অবৈধ পণ্যগুলোসহ গাড়ির সুপারভাইজারকে আটক করে। এ ঘটনায় সরাইল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।