,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু দেশের সবকিছু সংস্কারের দায়িত্ব অন্তর্বতী সরকারকে দেয়া হয়নি- কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূইয়া বিএসএফ’র গুলিতে কসবায় দুই বাংলাদেশী আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়া কলেজে স্মরণ সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় আইন-শৃংখলা কমিটির সভায় যানজট নিরসনে শহরের দুটি রাস্তা ওয়ানওয়ে করার দাবি রাজনৈতিক দলের পদে থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা যাবেনা ১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ

স্বাধীনতার ৫০ বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদ-তাঁরা খচিত পাকিস্তানী পতাকার ফ্লাগস্ট্যান্ড অপসারণ

Brahmanbaria Pic 1

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতার ৫০ বছর পর   চাঁদ-তাঁরা খচিত পাকিস্তানী ফ্ল্যাগস্ট্যান্ড অপসারণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার সুহিলপুর খেলার মাঠ থেকে এই ফ্ল্যাগ স্ট্যান্ডটি অপসারণ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ১৪ই আগষ্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ১৯৫৯ সালে তৎকালীন মহক‚মা মুসলীগলীগ নেতা, ইউনিয়ন বোর্ড প্রেসিডেন্ট যুদ্ধাপরাধী প্রয়াত জিল্লুর রহমান চাঁদ-তাঁরা খচিত পাকিস্তানী পতাকার এই ফ্লাগ স্ট্যান্ডটি স্থাপন করেছিলেন।

দেশ স্বাধীন হওয়ার পর দীর্ঘদিন মাঠের পাশে আগাছার আড়ালে ফ্ল্যাগ স্ট্যান্ডটি পড়ে থাকায় বিষয়টি কারো নজরে আসেনি।
সুহিলপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাঠটি সংস্কারের কাজ শুরু হলে আগাছা পরিষ্কার করার সময় পাকিস্তানী পতাকার এই ফ্ল্যাগ স্ট্যান্ডটি  সকলের দৃষ্টিগোচর হয়। পরে স্থানীয় জনতা এটি অপসারণ করে।

এ ব্যাপারে সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রশিদ ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘদিন আগাছার আড়ালে থাকায় পাকিস্তানী পতাকার এই ফ্লাগ স্ট্যান্ডটি কারো নজরে আসেনি। মঙ্গলবার মাঠ সংস্কার করার সময় এটি দৃষ্টিগোচর হলে ফ্ল্যাগস্ট্যান্ডটি অপসারণ করা হয়।

শেয়ার করুন

Sorry, no post hare.