,
শিরোনাম:
দীর্ঘ ১১ মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু বিভিন্ন দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্যের গোডাউন থেকে নকল সার জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু লরিকে অতিক্রম করতে গিয়ে আখাউড়ায় মোটর সাইকেল চালক নিহত নাসিরনগরে দুই মাসে ৩১ ট্রান্সফরমার চুরি,বোরো চাষ ব্যাহত হওয়ার শঙ্কা অনিবার্য কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলন মেনে নেবে না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের ঘোষণা পাওনা টাকা নিয়ে বিরোধের জের কসবায় ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু– মিছিল

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের নিন্দার ঝড়

original
  • জি-২০র নেতারা এবারের সম্মেলনে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা করেছেন। বুধবার ইন্দোনেশিয়ার বালিতে দুই দিনের ‘জি-২০’ এর শীর্ষ সম্মেলনের শেষে নেতাদের একটি ঘোষণায় ইউক্রেন থেকে রাশিয়ান সেনাদের নিঃশর্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, শীর্ষ সম্মেলনে বিশ্বের বৃহত্তম অর্থনীতির নেতারা মুদ্রা বাজারে অস্থিরতা রোধে সতর্কতার সাথে পদক্ষেপ নিতে সম্মত হন। তবে সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ।

রাশিয়া ‘জি-২০’ সদস্যভুক্ত দেশ। সম্মেলনে রাশিয়ার কথা উল্লেখ করে এক ঘোষণায় বলা হয়, অধিকাংশ সদস্য ইউক্রেনের যুদ্ধের তীব্র নিন্দা করেছেন। এই ঘোষণার বিরোধিতা করেছে রাশিয়া।

ঘোষণায় পরিস্থিতি ও নিষেধাজ্ঞা ঘিরে ভিন্নমত ও মূল্যায়নের বিষয়টিরও স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে তিনজন কূটনীতিক জানিয়েছেন, সম্মেলনে সর্বসম্মতিক্রমে ঘোষণাটি গৃহীত হয়েছে।

‘জি-২০’ এর নেতারা ঘোষণায় আরও জানান, পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি অগ্রহণযোগ্য। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকটা মেনে চলা অপরিহার্য।

এতে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের নিন্দা করা হয়। কারণ এতে দেশের সীমানা ও অখণ্ডতা লঙ্ঘন হয়েছে। চীন সম্মেলনের এ ঘোষণায় কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সম্মেলনের আয়োজক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জানান,ইউক্রেনের যুদ্ধ সবচেয়ে বিতর্কিত বিষয়। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। শেষ পর্যন্ত, ‘জি-২০’ নেতারা ঘোষণার বিষয়বস্তুতে একমত হয়েছেন।

শেয়ার করুন

Sorry, no post hare.