খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোঃ আলম মিয়া-(৩৫) নামে একজন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ওই রোগীকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মোঃ আলম মিয়া বাংলাদেশ রেলওয়েতে টিটিই (ট্রাভেল টিকেট এক্সামিনার পদে কর্মরত আছেন। চলতি মৌসুমে তিনি আখাউড়ায় সনাক্ত হওয়া প্রথম ডেঙ্গু রোগী।
হাসপাতালে মোঃ আলম মিয়া জানান, দায়িত্ব পালন করতে তিনি গত ১০ নভেম্বর ঢাকায় গিয়েছিলেন। তার পরদিন ফিরে আসেন।১২ নভেম্বর থেকে তিনি অসুস্থবোধ করতে থাকেন।
আলম মিয়া জানান যে, আমি ধারণা করছি ঢাকার কমলাপুরে রেলওয়ের টয়লেট ব্যবহারের সময় সেখানে থাকা মশার কামড়ে তিনি আক্রান্ত হয়েছেন। ঢাকা থেকে ফেরার একদিন পর থেকেই তিনি অসুস্থবোধ করেন। গত মঙ্গলবার (১৫ নভেম্বর) পরীক্ষা করে ডেঙ্গুর বিষয়টি নিশ্চিত হতে পারেন। চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দায়িত্বরত “হিমেল খান বলেন, ডেঙ্গু সনাক্ত হওয়ার পরপরই তাকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেয়া হয়”। বিভিন্ন দিক চিন্তা করে তাঁকে কেবিনে আলাদাভাবে রাখা হয়েছে ।এই সময়ে তিনিই আখাউড়াতে প্রথম ডেঙ্গু রোগী আক্রান্ত।