,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের সাথে আসাম বিধান সভার স্পীকার বিশ্বজিৎ দাইমারি আমরা ভৌগলিক ও মনের দিক থেকে আলাদা হইনি

Brahmanbaria Pic 002 14

খবর সারাদিন রিপোর্টঃভারতের আসাম রাজ্যের বিধানসভার ৩৫ জন বিধায়কসহ ৬২ জনের একটি প্রতিনিধি দল  শনিবার বাংলাদেশে এসেছেন। সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে তারা পর্যায়ক্রমে বাংলাদেশে প্রবেশ করেন।
আসামের সাথে বাংলাদেশের সম্পর্ক বাড়াতেই তারা শুভেচ্ছা সফরে ঢাকায় এসেছেন। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে জানবেন তারা।

আখাউড়া স্থলবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রণয় চাকমা, ত্রিপুরাস্থ বাংলাদেশ হাই কমিশনের হাই কমিশনার আরিফ মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা, সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) কামরুল ইসলাম প্রমুখ।

আখাউড়া স্থল বন্দরে আসাম বিধায়ক প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী বিধান সভার স্পীকার বিশ্বজিৎ দাইমারি সাংবাদিকদের বলেন, আমরা ভৌগলিক ও মনের দিক থেকে আলাদা হইনি। আমরা আলাদা শুধু প্রশাসনিকভাবে। অন্যান্য ক্ষেত্রে আমাদের মধ্যে মিল রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা সফরকালে বিধান সভার সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করবেন।

এছাড়াও তারা জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে আবদুল মোমেন, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথেও বৈঠক করবেন।

এছাড়াও প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের রাঙামাটি জেলার একটি গ্রামে যাবেন, যেখানে অসমিয়া জনগোষ্ঠীর লোকজন বসবাস করেন। প্রতিনিধিদলে একটি সাংস্কৃতিক দলও আছে। তারা বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন।পরে প্রতিনিধিদলটি খাগড়াছড়ি জেলায় গিয়ে বোড়ো জনগোষ্ঠীর লোকদের সাথে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। সফর শেষে আগামী ২৩ নভেম্বর প্রতিনিধিদলটি ঢাকা ছাড়বে।

শেয়ার করুন

Sorry, no post hare.