,
শিরোনাম:
যায়যায়দিনের নবীনগর প্রতিনিধি গোলাম মোস্তফার ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়া তিয়ানশি ডিস্ট্রিবিউটরদের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ৩৫৪ বোতল বিদেশী মদসহ ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জন গ্রেপ্তার কসবায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে / ২৫ জন আহত ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে উপচেপড়া ভীড় টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কালের সাক্ষী আখাউড়ার খড়মপুরের ১১’শ বছরের পুরোনো মসজিদ সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতীকরণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান

সরাইলে কিশোর গ্যাং লিডার ছুরি নাঈম গ্রেপ্তার

Brahmanbaria Pic 005 1

খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর গ্যাং লিডার নাঈম প্রকাশ ছুরি নাঈমকে-(১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাঈম সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের শামসু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ৫ বছর আগে নাঈমের নেতৃত্বে অরুয়াইল এলাকায় গড়ে উঠেছে একটি কিশোর গ্যাং। এই গ্যাংয়ের রয়েছে ১২/১৪জন সদস্য। এই কিশোর গ্যাং এলাকায় মাদক বিক্রি, মাদকসেবন, চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত।
সন্ধ্যার পরই অরুয়াইলের বেশীর ভাগ সড়ক ও অলিগলি চলে যায় নাঈম বাহিনীর দখলে। নাঈমের বাহিনীর সদস্যরা মুখোশ পড়ে এলাকায় ছিনতাই, অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে তার কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ সবকিছু ছিনিয়ে নেয়। এই কিশোর গ্যাংয়ের কাছে জিম্মি ওই এলাকার সাধারণ মানুষ।

গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাকশিমুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শেহাবুর রহমান ছুরি নাঈমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে। রোববার দুপুরে তাকে  আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, নাঈম বাহিনীর অন্যান্যদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Sorry, no post hare.